Nirmolendu Goon Guitar Chords - Partha Barua Chords
Singer | Partha barua |
Song Writer | Kabir Bakul |
[Verse 1]
(G) সেদিন - (C) কবিতার বই (D) থেকে
(C) উঠে (D) এলেন - নি(G)র্মলেন্দু গুণ;
(D) আর বললেন,শোন-
(C) নীরা (D) কথা রাখে(G)নি।
(Em) তুমিও যাবে চলে (Am) কিছু না বলে
(F) মন কখনো ভাবে(D) নি।
(C) নীরা (D) কথা রাখে (G-D-C-G) নি।
(C) নীরা (D) কথা রাখে (G) নি।
[Verse 2]
C - G - D
দুঃখ পেয়ে বসে আছি
C - G - D
অনেক প্রহর,
C - G - D
বড়োই অচেনা লাগে
C - G - D
আলোর এ শহর।
Em - Am
আঁধারে একা হবেনা দেখা
F - D
কেউ আমাকে ডাকেনি।
C - D - G
নীরা কথা রাখেনি।
C - D - G
নীরা কথা রাখেনি।
[Verse 3]
C - G - D
প্রশ্ন করে জেনে গেছি
C - G - D
নিজেরই কাছে,
C - G - D
ভাঙা/ফাঁকা হৃদয়ে শুধু
C - G - D
দুঃস্বপ্নই আছে।
Em - Am
যে গেছে সেই যাবে তাই এভাবে
F - D
সুখে সেও থাকেনি।
C - D - G
নীরা কথা রাখেনি।
C - D - G
নীরা কথা রাখেনি।