Onek Kore Pabo - Rohanuzzaman Rohan Lyrics

Onek Kore Pabo - Rohanuzzaman Rohan Lyrics

Singer Rohanuzzaman Rohan
Singer Rohanuzzaman Rohan

অনেক করে পাবো,,,
তোমার অনেক বেশি হবো
অনেক করে পাবো,,,
তোমার অনেক বেশি হবো

হাত টা ধরে, পথ টা ভুলে
মনের কথা কবো
হাত টা ধরে, পথ টা ভুলে
মনের কথা কবো

অনেক করে পাবো,,,
তোমার অনেক বেশি হবো
অনেক করে পাবো,,,
তোমার অনেক বেশি হবো

দিনভর মেঘে ঢাকা
নেমে এলো যে সন্ধ্যা,,
শিশির ভেজা মাঠে
খালি পায়ে চেপে ঘাস টা(২)

খোঁজে ফিরে ক্লান্ত
দিনের পড়ন্ত সূর্য।
নীরব নিস্তব্ধ ম্লান চাঁদের আলোয়
অস্তিত্ব পেয়ে কাঁপায়,
কুয়াশায় ঘেরা শীতের রাতে তারা'র খেলায়,
ডুবে যায় তোমার ভাবনাই,(২)

বৃষ্টি হয়ে ঝরে যায়
আকাশের বুকে জমা মেঘ।
বৃষ্টি ভেজা রাতে আমি তোমায় নিয়ে যাবো
যতগুলো কথা হয়নি বলা তোমাকেই বলে দেবো
স্বপ্নিল এই পৃথিবীকে আজ তোমার রঙে রাঙাবো
অনেক দূরের আকাশপথে তোমায় নিয়ে হারাবো।



Previous Post Next Post
close